মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়ি আচরণে শাস্তি পেলেন পাকিস্তান ব্যাটার সিদরা আমিন। আউট হলে মেনে নিতে পারেননি, ব্যাট দিয়ে পিচে আঘাত করেন। ফলে জুটল শাস্তি। সিদরা সাজঘরে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে পিচে আঘাত করেন। যা আইসিসির আচরণবিধি লেভেল-১ পর্যায়ের অপরাধ। যে ধারা ‘ক্রিকেট সরঞ্জাম’ নষ্ট করা সাথে সম্পর্কিত। এজন্য তাকে গুণতে হচ্ছে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট। ম্যাচে সর্বাধিক রান...