মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান বলেন, গত ১ বছরে রফতানি বেড়েছে, রেমিট্যান্সে এসেছে রেকর্ড পরিমাণ, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেওর উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনো তা ৮ শতাংশের ওপরে। সংস্থাটি জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরের দারিদ্রের হার প্রায় ১ শতাংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ২ শতাংশ। এছাড়াও,...