শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) দীর্ঘদিন ধরে এক চাঞ্চল্যকর প্রশাসনিক অনিয়মের ঘটনা প্রকাশ পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা কর্মী শ্রী অর্চনা রাণী দেবী গত আট বছর ধরে নিয়মিতভাবে সরকারি বেতন নিচ্ছেন, অথচ কর্মস্থলে উপস্থিত থাকেন না। এ ঘটনায় প্রশাসনিক দায়িত্ব পালনে বড় ধরনের প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অর্চনা “অসুস্থতা”কে অজুহাত হিসেবে ব্যবহার করে মাসে ৪ হাজার টাকা বেতনে শেফালী আক্তার নামে একজনকে দিয়ে নিজের দায়িত্বের কাজ করিয়ে নিচ্ছিলেন। সরকারি চাকরিতে অন্যকে দিয়ে দায়িত্ব পালন করানো এবং নিজে বেতন নেওয়া স্পষ্ট প্রশাসনিক অনিয়ম হিসেবে ধরা হচ্ছে। অভিযুক্ত শ্রী অর্চনা রাণী দেবী জনকণ্ঠকে বলেন, “আমার শারীরিক অসুস্থতার কারণে নিজে কাজ করতে পারিনা। তাই একজন মহিলাকে মাসিক ৪ হাজার টাকা বেতন দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। সম্প্রতি তাকে বাদ দিয়েছি, এখন নতুন একজনকে দিয়ে...