ঢাকা: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেইজিং থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে বিচ্ছিন্ন পারমাণবিক রাষ্ট্রটির সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, লি কিয়াং তার পার্টি ও সরকারি প্রতিনিধিদল নিয়ে ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়ায় সরকারি শুভেচ্ছা সফর করবেন। খবর এএফপি।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লি কিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।যদিও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির কারণে মাঝে মাঝে চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক টানাপোড়নের মুখে পড়ে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।গত মাসের শেষ দিকে বেইজিংয়ে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার আহ্বান জানান।ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি...