ঢাকা: পাঁচ দিন ধরে যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ থাকায় হাজারো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন কিংবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। অচলাবস্থা চলতে থাকলে বড় আকারের ছাঁটাই শুরু হবে বলে সতর্ক করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।সোমবার (৬ অক্টোবর) মার্কিন সিনেটে টানা পঞ্চমবারের মতো ব্যর্থ হলো বাজেট বিল পাসের চেষ্টা। সরকারি কার্যক্রম চালুর জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের পৃথক দুটি প্রস্তাবই ৬০ ভোটের প্রয়োজনীয় সীমা অতিক্রম করতে পারেনি।প্রথমে ডেমোক্র্যাটদের উত্থাপিত প্রস্তাবটি ৪৫-৫০ ভোটে বাতিল হয়, পরে রিপাবলিকানদের প্রস্তাব ৫২-৪২ ভোটে ব্যর্থ হয়। ফলে অচলাবস্থা কাটাতে রাজনৈতিক সমঝোতার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।ভোটের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘অচলাবস্থার নিরসন আজ রাতেই হওয়া উচিত। তারপর স্বাস্থ্যসেবা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।‘নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্য বিমার ভর্তুকি যেন শেষ না...