সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দিনের আলোয় যানবাহন থামিয়ে প্রকাশ্যে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সাহা আলী (২৯)। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ অক্টোবর যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেশীয় অস্ত্র নিয়ে ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের মারধর করে। গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির...