দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া দীর্ঘ ৪৪ মিনিটের সাক্ষাৎকারের মধ্যে তিনি তার পরিবার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা। জবাবদিহিতার কথা বলছিলেন। এ প্রসঙ্গে বলি, গত ১৭ বছর আপনি নির্বাসনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ায়, এটা একটা ভিন্ন পরিস্থিতি। নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কি ধরনের পরিবর্তন এসেছে? আপনি কি অনুভব করেন, অনুধাবন করেন? উত্তরে তারেক রহমান বলেন, গত ১৭ বছর প্রবাস জীবনে আছি এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সঙ্গে পাঁচ থেকে ছয় ঘণ্টা টাইম ডিফারেন্স, ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই। রিচিং ডিফারেন্স...