শুক্রবার হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘২০ দফা গাজা শান্তি পরিকল্পনা’-র প্রতি তাদের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ফিলিস্তিনি সংগঠনটি জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি টেকনোক্র্যাটদের (অরাজনৈতিক বিশেষজ্ঞদের) হাতে তুলে দিতে রাজি, আর এর বিনিময়ে তারা ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি চায়। এই জবাবকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে ‘তাৎক্ষণিকভাবে বোমাবর্ষণ বন্ধ করার’ নির্দেশ দেন। তবু হামাসের প্রতিক্রিয়া পাঠানোর পরের ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ট্রাম্পের প্রস্তাবিত এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে, বাস্তব অর্থে এটি শান্তি আনবে না—কারণ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কেবল ফিলিস্তিনের কাছেই নয়, ইসরায়েলের কাছেও দায়িত্ব নিতে হবে। ইসরায়েলকেও তার সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নীতি থেকে সরে আসতে হবে। এখন যদি ইসরায়েলের জন্যও একটি...