০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্রসীমায় শত্রুদের উস্কানি প্রতিহত ও দমন করার জন্য নৌবাহিনীকে আধুনিক ও আক্রমণক্ষম করতে হবে। সম্প্রতি নতুন ডেস্ট্রয়ার পরিদর্শনের সময় এই বার্তা দেন কিম। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA) সোমবার (৬ অক্টোবর) জানায়, রোববার কিম দেশটির প্রথম পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার ‘চো হিওন’ পরিদর্শন করেন। এ সময় তিনি সমুদ্রসীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দেন এবং বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলা এখন জাতীয় অগ্রাধিকার। কিম জং উনের এই সফর উত্তর কোরিয়ার নৌশক্তি বৃদ্ধির ধারাবাহিকতার অংশ। দেশটি চলতি বছরের এপ্রিল মাসে নতুন মডেলের বহুমুখী এই ডেস্ট্রয়ার উন্মোচন করে। পাঁচ...