০৭ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি মডিক্যাল হেলিকপ্টার মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনার পর হাইওয়ে ৫০-এর পূর্বমুখী লেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে একজন নারীও ছিলেন, যাকে বিমানের নিচ থেকে উদ্ধার করতে হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ভ্যালি ডিভিশনের মুখপাত্র কর্মকর্তা মাইক ক্যারিলো জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরেই এই দুর্ঘটনাটি ঘটে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাইওয়ে ৫০-এ একটি বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ক্যারিলো বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে এবং একাধিক সংস্থা ঘটনাস্থলে সাড়া দিয়েছে।’ তিনি জানান, জরুরি উদ্ধারকর্মী ও হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি...