০৭ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০১:১৭ পিএম সিরিয়ার আলেপ্পো নগরীতে কয়েক দিন ধরে চলমান উত্তেজনার পর সিরিয়ার সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি দেশের উত্তরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সংঘর্ষ থামানোর এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলের কিছু সংঘর্ষ রেখায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে পুনরায় সেনা মোতায়েন করা হয়েছে। যদিও তখনই স্পষ্ট করা হয়েছিল, এটি কোনো পূর্ণাঙ্গ সামরিক অভিযানের পূর্বাভাস নয়, বরং এসডিএফের বারবার হামলা ও ভূমি দখলের চেষ্টা ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। নতুন যুদ্ধবিরতি চুক্তি ঠিক এই পরিস্থিতির প্রেক্ষিতে কার্যকর হলো। এসডিএফ ও সিরিয়ার সরকার এ বছরের মার্চে একটি চুক্তিতে পৌঁছেছিল। সেই চুক্তি অনুযায়ী, এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয়...