বাংলাদেশে আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৪ দশমিক ৮ শতাংশে, যা বর্তমানে ৪ শতাংশ। মঙ্গলবার ৭ অক্টোবর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি রপ্তানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) উভয়ই বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, দারিদ্র্যের হারও বেড়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশ্বব্যাংক মনে করছে, নীতিগত সংস্কার ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও গতি পেতে পারে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় বিনিয়োগের উন্নতি হবে বলে আশা করা...