নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম যদি স্থানের পরিবর্তে ব্যক্তির নামে প্রস্তাব করা হয়, তাহলে এর কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি নির্দেশনার আলোকে মাউশির মানবসম্পদ ইউনিটের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, যেসব প্রতিষ্ঠান তাদের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছে, এবং সেই প্রস্তাবনায় ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, তাদেরকে নিকোশ ব্যান ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সফট কপি পাঠাতে হবে। মাউশির পত্র অনুযায়ী, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে: শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ...