হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের মেডিকেল স্কুলের মর্গ থেকে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ চুরির ঘটনায় দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত। এছাড়া মরদেহ দানকারী পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলেও রায় দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্ট নিম্ন আদালতের একটি আগের রায় বাতিল করে জানায়, বিশ্ববিদ্যালয় এই অপরাধ থেকে দায়মুক্ত নয়। আদালত আরও ঘোষণা করেছে যে, হার্ভার্ড মেডিকেল স্কুলের অ্যানাটমিকাল গিফট প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মার্ক এফ. সিচেটি-ও আইনি দায়ে পড়েছেন। খবর আল জাজিরার। প্রধান বিচারপতি স্কট এল. ক্যাফকার তার রায়ে ঘটনাটিকে “বহু বছর ধরে চলা এক ভয়াবহ ও বিকৃত চক্র” হিসেবে বর্ণনা করেন। মামলার মূল অভিযুক্ত, হার্ভার্ড মর্গের সাবেক ম্যানেজার সেড্রিক লজ, গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে দান করা মৃতদেহগুলো থেকে অঙ্গ কেটে নিয়ে কালোবাজারে বিক্রি করতেন। ২০১৮...