বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে সময়োপযোগী ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি বলে মনে করছে বিশ্বব্যাংক। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০২৬-২৭ অর্থবছরে এই প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা অফিসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে। রপ্তানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে অর্থনীতিতে ইতিবাচক গতি ফিরেছে। আরো পড়ুন :দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, স্থায়ী প্রবৃদ্ধি ও কর্মসংস্থান (বিশেষ করে নারী ও তরুণদের জন্য) নিশ্চিত করতে হলে সময়োপযোগী সংস্কার অত্যন্ত...