নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে শহীদ আবরার ফাহাদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করেন তারা। প্রসঙ্গত, শাখা ছাত্র শিবিরের সভাপতি দৈনিক জনকণ্ঠকে বলেন, আবরার ফাহাদ ছিলেন দিল্লির আধিপত্যবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য কন্ঠস্বর। আবরার ফাহাদ জীবন দিয়ে দেখিয়ে গেলো কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তিনি আরো বলেন, নিপীড়ন বিরোধী দিবসে সমাজের প্রতি এই মেসেজ যে, নতুন করে কেউ যদি নিপীড়ক হয়ে উঠতে চায় তাহলে এই সমাজের মানুষ তাদেরকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবে আল্লাহ তাআলা আবরার ফাহাদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। এসময় দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের এইদিন মধ্যরাত...