সম্প্রতি পুনর্গঠিত বাংলাদেশের কিংবদন্তী রক সম্রাট আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ড এবার আন্তর্জাতিক মঞ্চে হাজির হচ্ছে। দীর্ঘদিন পর ব্যান্ডটি অংশ নিচ্ছে কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ISBAA) ২০২৫’-এ। দলনেতা, ভোকাল ও গিটারিস্ট দুলাল জোহা ইতিমধ্যেই কনসার্টে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন। তিনি জানান, “আজম খানের হাতে গড়া ‘উচ্চারণ’ পুনর্গঠন করার পর এটিই আমাদের প্রথম বিদেশ সফর। টরন্টোর মঞ্চে গুরুজিকে স্মরণ করে তার কালজয়ী গান পরিবেশন করাই আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান।” চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উচ্চারণ নতুন প্রজন্মের কাছে আজম খানের উত্তরাধিকার পৌঁছে দিতে চাইছে বলেও জানান দুলাল। দুলাল জোহা আরও জানান, “এই সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সমর্থনে আমরা আজম খানের...