এ মাসে সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। ওই দুই সিরিজের জন্য দল জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অফ ফর্মের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্নাশ লাবুশেন। ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল দিয়েছে সিএ। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অভিজ্ঞ লাবুশেনের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তার কুইন্সল্যান্ড সতীর্থ ম্যাট রেনশো। শেষ দশ ওয়ানডে ইনিংসে লাবুশেনের সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। লাবুশেন এখন ঘরোয়া শেফিল্ড শিল্ডে খেলছেন। রেনশো ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’- এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন। ২০২১ সালের নভেম্বর থেকে তিনি ৫০ ওভারের ফরম্যাটে ৪৮.৬৮ গড়ে রান করেছেন। আছে ছয়টি সেঞ্চুরি। দীর্ঘ বিরতির পর মিচেল স্টার্ক...