দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান থেকে কৃষিপণ্য ও পশুপণ্যের আমদানির প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আওতায় পাকিস্তান থেকে গরুর মাংসসহ বিভিন্ন প্রকার মাংস মালয়েশিয়ায় রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে, যার সম্ভাব্য বাজারমূল্য ২০০ মিলিয়ন বা ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। রোববার (৫ অক্টোবর) কুয়ালালামপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে চাল আমদানি বাড়িয়েছি। এখন গরুর মাংস ও অন্যান্য মাংসপণ্য আমদানির বিষয়েও আগ্রহ রয়েছে। শাহবাজ আশ্বাস দিয়েছেন যে এসব পণ্যের দাম প্রতিযোগিতামূলক হবে। তাই আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেব, যাতে পাকিস্তান থেকে প্রায় ২০ কোটি ডলারের মাংস রপ্তানি সম্ভব হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ১৯৫৭...