দেশে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলোচিত কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী। গত ২৭ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে অফিসও শুরু করেছেন। সম্প্রতি তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। আলোচিত এই কর্মকর্তা মঙ্গলবার (৭ অক্টোবর) তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার দিয়ে বলেন, একটি গোষ্ঠীর অপপ্রচারের শিকার হয়েছেন তিনি। সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করেই তাকে সরকারি সফরে বিদেশ যাওয়ার অনমুতি দিয়েছেন। আর দুদকে অভিযোগ সেখানকার কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তে যদি দোষী প্রমাণিত হই তবে না শাস্তি পাবো। কিন্তু তার আগেই একটি গোষ্ঠী নানা ধরনের অপপ্রচার করেই চলেছে। আলোচিত এই কর্মকর্তা গত ১৯ সেপ্টেম্বর সরকারি সফরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যান। অভিযোগ ওঠে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি পুলিশকে ম্যানেজ করে দেশত্যাগ করেছেন। পুলিশ সদরদফতর পরে অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছিল।...