বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংয়ের। কিছুদিন আগেই এক অভিনেত্রীকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এবার তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন স্ত্রী জ্যোতি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন গায়ক পবন। তার অভিযোগ, পবন এফআইআর দায়ের করেছেন। আর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়ার নিয়ম রক্ষায় জ্যোতিকে থানায় ডাকা হয়েছে। এ অবস্থায় জ্যোতিকে থানায় যাওয়ার অনুরোধ করা হলে তিনি যেতে অস্বীকার করেন। একইসঙ্গে অভিযোগ করেন, কর্তৃপক্ষ তাকে প্রকাশ্যে অপমান করছে। এক কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আইনি ঝামেলা চলছে এবং জ্যোতি নাকি তার স্বামী পবনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও তখন জ্যোতি তা অস্বীকার করেন। তার...