অতীত বলল, 'আমিই সেরা।'বর্তমান বলল, 'অতীত ফিরে পাওয়া যায় না। আমিই সেরা। আমাকে যে যথাযথ ব্যবহার করবে সে অতীতের গ্লানি ভুলে যাবে আর তার বর্তমান হবে রঙিন।' 'তুমি কি ঠিক বলছো? বর্তমানের যেকোনো ঘটনা ভালোভাবে পরখ করে, বিশ্লেষণ করে তুমি যে সিদ্ধান্ত নেবে, প্রত্যক্ষভাবে সেখানে তুমি কি ব্যবহার করতে বাধ্য নও অতীত অভিজ্ঞতা? তুমি কি তোমার অহংকারী বর্তমানকে ব্যবহার করতে পারবে আমাকে ছাড়া? ফেলে আসা দিনের অভিজ্ঞতাকে ছুড়ে ফেলে কি সামনে এগোতে পারবে?' অতীতের ধারালো প্রশ্ন শুনে থমকে গেল বর্তমান। কী বলবে ভাবতে লাগল। এমন সময় কাঁচাসোনা রোদমাখা সকালবেলায় তাদের মাঝে উদয় ঘটল ভবিষ্যতের। দীপ্ত কন্ঠে বলতে লাগল, ' শোনো ২৪ ঘন্টা পরেই তুমি অতীতের গর্ভে হারিয়ে যাবে, হে অহংকারী বর্তমান। অতীত আর বর্তমান মিলে ভবিষ্যতের সিঁড়ি নির্মিত হয়। ভবিষ্যৎ...