চলতি অর্থবছর জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। মুদ্রাস্ফীতির চাপ কমার ফলে বেসরকারি ভোগ বৃদ্ধি পাওয়ায় গত অর্থবছরের তুলনায় এক্ষেত্রে কিছুটা উন্নতি হবে। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াতে পারে ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এসময় এশিয়ার ডেভলপমেন্ট আপডেট শীর্ষক আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় বক্তব্য দেন বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জেন পেসমি। এশিয়ান ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন তুলে ধরেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের চীফ ইকনোমিস্টি ফ্রানজিসকা লেসলোট ওহসেজ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির ইকনোমিস্ট নাজসুস সাকিব খান। বক্তব্য দেন সিনিয়র এক্সটার্নাল অফিসার মেহেরিন এ মাহবুব। প্রতিবেদনে বলা হয়েছে, গত...