হোয়াটসঅ্যাপে প্রতিদিন কোটি মানুষ যোগাযোগ করেন — বন্ধু, পরিবার এবং অফিসের জন্য। কিন্তু ক্রমেই বাড়ছে ম্যাসেজিং অ্যাপকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রতারণা। সাম্প্রতিক সময়ে এক ধরনের নতুন কৌশল দেখা গেছে: হঠাৎ পাঠানো এক সাধারণ চেহারার ছবি ডাউনলোড করলেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও আর্থিক তথ্য ঝুঁকিতে পড়ছে। প্রতারকরা অচেনা নম্বর থেকে একটি ছবি পাঠায়। ছবি দেখে সাধারণত কেউ সন্দেহ করেন না, তাই সহজেই ডাউনলোড করে ফেলেন। কিন্তু ছবির ফাইলের ভেতরে ‘স্টেগানোগ্রাফি’ নামের কৌশলে ম্যালওয়্যার লুকিয়ে রাখা থাকতে পারে। ছবিটি যখন ডাউনলোড বা ওপেন করা হয়, তখন ওই ম্যালওয়্যার ফোনে সক্রিয় হয়ে গিয়ে সংবেদনশীল তথ্য এমনকি ওটিপি (OTP) ক্যাপচার করার ক্ষমতা পেতে পারে। এর পরই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনা ঘটতে পারে — যেমন সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুরে এক ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে; ছবি...