ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ কারণে তিনি তার দেশের ছাত্রদের আজ ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দ্বিতীয় বার্ষিকীতে ফিলিস্তিনপন্থী প্রতিবাদে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। টাইমস পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে স্টারমার বলেছেন, আজ ৭ অক্টোবরের নির্মম ঘটনার বার্ষিকীতে ছাত্ররা আবারও প্রতিবাদ করার পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান দেখানো ব্রিটিশদের জন্য শোভা পায় না। আর সেটি যদি হয় আবার ইহুদিদের বিরুদ্ধে। স্টারমার জোর দিয়ে বলেছেন, ব্রিটেন সবসময় ‘ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চাইলে তাদের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। আমাদের ইহুদি সম্প্রদায়গুলো আমাদের দেশেই, আমাদের রাস্তাতেই ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ সহ্য করেছে। এটি খুবই দুঃখজনক। উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলার দুই বছর পূর্ণ হলো। সেই হামলায়...