নির্বাচিত হওয়ার ১৮ ঘণ্টার মধ্যে প্রথম সভায় বসেছে বুলবুল-ফারুকের নতুন পরিচালনা পর্ষদ। আজ দুপুরে মিরপুর হোম অব ক্রিকেটের বিসিবি কার্যালয়ে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘ দিন পর পরিচালনা পর্ষদের সভায় সব সদস্য উপস্থিত রয়েছেন। গতবছরের ৫ আগস্টের পর আগের পরিচালনা পর্ষদের অনেকেই পলাতক থাকায় সবাইকে নিয়ে বোর্ড সভা হয়নি প্রায় এক বছর। গতকালের নির্বাচনে বিভিন্ন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি থেকে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিমসহ ১০ জন, ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিমসহ ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং...