টেস্ট অধিনায়ক হওয়ার পর সম্প্রতি ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন শুবমান গিল। অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মার পরিবর্তে গিলকে অধিনায়ক করায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দেশটির সাবেক ক্রিকেট তারকা মোহাম্মদ কাইফ দাবি করেছেন যে, শুবমানের ওপর নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি নাকি নিজ থেকে নেতৃত্ব চাননি। টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শুবমান গিল ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পর বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন যে, টিম ম্যানেজমেন্ট শুবমানকে যথেষ্ট সময় দিতে চাচ্ছে, যাতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি অধিনায়কত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। এদিকে কাইফ মনে করছেন- একজন তরুণ খেলোয়াড়কে অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো, ‘শুবমানের ওপর একসাথে সবকিছু চাপানো হচ্ছে। টেস্ট অধিনায়ক, চার নম্বরে ব্যাটিং, টি-টোয়েন্টির সহ-অধিনায়ক আর...