ব্যবহারকারীদের জন্য নতুন ‘কল হাব’ সুবিধা আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ‘কল হাব’ একটি সমন্বিত ইন্টারফেস, যার মাধ্যমে ব্যবহারকারীরা এক জায়গা থেকেই অডিও ও ভিডিও কল, ডায়ালার ব্যবহার, ফোনকলের সময়সূচি নির্ধারণ এবং কনট্যাক্ট ব্যবস্থাপনার মতো কাজ করতে পারবেন। এতে যোগাযোগ প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীরাও শিগগিরই এই সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ২৫.২৭.৭৩ আইওএস সংস্করণে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এছাড়া নতুন বেটা সংস্করণে যুক্ত হয়েছে শর্টকাট ফিচার, যেখানে উপরের ডান পাশে থাকা ‘+’ আইকনে ট্যাপ করলেই ৩১ জন পর্যন্ত ব্যক্তির সঙ্গে দ্রুত গ্রুপ কল করা যাবে। ব্যক্তিগত কলও শুরু করা যাবে একইভাবে। নতুন...