আফ্রিকার ছোট রাজতন্ত্র দেশ সোয়াজিল্যান্ডের (এখন এসওয়াতি) রাজা মসওয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, রাজা তার ১৫ জন স্ত্রী, ১০০ অনুচর ও ৩০ সন্তানের সঙ্গে আবুধাবি বিমানবন্দরে এক ব্যক্তিগত জেট থেকে নেমে আসছেন। ভিডিওতে রাজাকে ঐতিহ্যবাহী রাজপোশাকে সজ্জিত অবস্থায় দেখা যায়, পেছনে আভিজাত্যপূর্ণ পোশাকে সজ্জিত নারীরা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন। এত বড় প্রতিনিধি দল বিমানবন্দরে অস্থায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিরাপত্তা কর্মকর্তারা একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই রাজপরিবারের আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা এবং দেশের সাধারণ মানুষের দারিদ্র্যের মধ্যে বৈপর্যয়ের বিষয়টি তুলে ধরেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, তিনি বিলাসী বিমানে ভ্রমণ করছেন, অথচ তার জনগণের বিদ্যুৎ নেই। অন্যরা প্রশ্ন তুলেছেন,...