চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: খায়রুল আলম হিমু (আলী বেফা), মোর্শেদ সিদ্দিকী মরু (ফেরমান), জয়শ্রী মজুমদার লতা (নাযলি), মেরিনা আক্তার মিতু (কিভিলজিম), রুবাইয়া মাতিন গীতি (বেলিয), সজিব রায় (তানজু), তারভীর নাহিদ খান (দেমির), নাদিয়া ইকবাল (আজেলিয়া), শারমিন মৃত্তিকা (সেলভী), মির্জা জান্নাতুল আফরিন (গুলিন) এবং মশিউর রহমান দিপু (আদিল)। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘’গুড ডক্টর’ দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও দেখা যাচ্ছে। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০মিনিটে ও রাত ৮টা ৩০মিনিটে। Your email address will not be published.Required fields are marked* বারিশ, সাত বছরের এক এতিম বাচ্চা, ডাক্তার তুরগুত ওর ভয়ঙ্কর টিউমারে আক্রান্ত দুই হাতের ট্রিটমেন্ট করতে ব্যর্থ হলে বেরহায়াত হাসপাতালের শরণাপন্ন হয়।...