জাতীয় সংসদ নির্বাচনের গল্পই সবেমাত্র শুরুতেই মনোনয়ন প্রত্যাশিদের ক্লান্তহীন দৌড়ঝাপ চোখে পড়ছে। আর সেইসাথে প্রত্যাশিরা উন্নয়নের প্রতিশ্রুতির বস্তা খোলে দিচ্ছেন দিশেহারা ভোটারদের মনের আঙ্গিনাতে। যার ফলে প্রতিশ্রুতীর গুঞ্জণে চায়ের দোকান গুলো দিন দিন যেন গরম হয়ে উঠছে। আর সেই প্রতিশ্রুতির গল্পের বাতাস হাওয়ায় উড়ে যাচ্ছে ভোটারদের আস্থানায়। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশিরা দলীয় মনোনয়ন পেতে নানা কৌশল অবলম্বন করছেন। কুড়িগ্রাম ৪ আসনে জাতীয়তাবাদী বিএনপির ধানের শীর্ষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশির সংখ্যা চিলমারী উপজেলার আহবায়ক আব্দুল বাড়ি, একই উপজেলার বাসিন্দা কুড়িগ্রাম জেলা যুবদলের আহবায়ক রায়হান কবির (২জন)। রৌমারী উপজেলায় মনোনয়ন প্রত্যাশিরা হলেন, জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব আজিজুর রহমান চেয়ারম্যান সাবেক,রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক ইউপি চেয়ারম্যান,কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান...