ঢাকা: সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ গাজায় যাওয়ার উদ্দেশ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ত্রাণবাহী নৌযানের বহরের সঙ্গে গিয়েছিলেন। তবে ইসরায়েলি নৌবাহিনী গত শুক্রবার এই নৌবহরকে আটক করে, যেখানে ৪০০ জনের বেশি অধিকারকর্মী ছিলেন, যাদের মধ্যে গ্রেটাও ছিলেন।নৌবহরটি সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরবর্তীতে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। গত সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও কিছু অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল।এরপর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “তিনি একজন উৎপাত সৃষ্টিকারী এবং এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তাঁকে চিকিৎসক দেখানো উচিত কারণ তাঁর রাগ নিয়ন্ত্রণের সমস্যা রয়েছে।”গত শনিবার ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তির পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের...