ঢাকা: দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোলে চীনের প্রস্তাবিত ‘প্রাকৃতিক সংরক্ষণ এলাকা’ গঠনের পরিকল্পনাকে কেন্দ্র করে ফিলিপাইন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান শুক্রবার বলেন, শোলটিকে কোনোভাবেই সামরিকীকরণ থেকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।গত মাসে চীন স্কারবোরো শোলে সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার ঘোষণা দেয়, যা ম্যানিলা ‘দখলের স্পষ্ট অজুহাত’ হিসেবে বিবেচনা করছে। ফিলিপাইন আশঙ্কা করছে, চীন যদি এখানে স্থাপনা নির্মাণ শুরু করে, তবে এটি মিশচিফ রিফের মতো একটি সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে। মিশচিফ রিফে চীন ১৯৯০-এর দশকে দখল নেয় এবং পরবর্তীতে সেখানে বিমান রানওয়ে, রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করে। খবর রয়টার্স।ফিলিপাইনের সেনাপ্রধান রোমেও ব্রাউনার এক সাংবাদিক ফোরামে জানান, যদি চীন সেখানে কোনো স্থাপনা নির্মাণ শুরু করে, তবে এটি সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করবে। তিনি বলেন, কূটনৈতিক প্রতিবাদসহ তাদের হাতে...