কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার (৭ অক্টোবর) আবারও ওয়াশিংটন সফরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি কানাডার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সফরে ট্রাম্পকে কার্নি শুল্কহার কমাতে রাজি করাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির। এক বিবৃতিতে জানানো হয়েছে, গত এপ্রিলে ক্ষমতায় আসার পর এটা কার্নির দ্বিতীয় সফর। ৬০ বছর বয়সী সাবেক এই ব্যাংকার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান। হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লিভিট সোমবার এই সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি নিশ্চিত আগামীকাল আলোচনায় বাণিজ্যের বিষয়টি আসবে। ইউরোপীয় ইউনিয়নের মতো অন্যান্য মার্কিন মিত্রদের বিপরীতে কানাডা এখনো তার প্রতিবেশী দেশটির প্রতি একটি বিস্তৃত বাণিজ্য চুক্তির জন্য কোনো চুক্তি করেনি। যুক্তরাষ্ট্র কানাডার প্রধান...