তিন মাস আগে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব কেন হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে।” মঙ্গলবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের ব্যাপারে যে ঐকমত্যে পৌঁছেছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে ‘সংস্কারের ভিত্তিতেই’ নির্বাচন হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এর ভিতরে একটা হচ্ছে, আমাদের জুলাই...