দেশের রাষ্ট্র মেরামতের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সংস্কারের দরকার আছে, কিন্তু এসব পরিবর্তনে একমত না হওয়াকে গণতন্ত্রের স্বাভাবিক অঙ্গ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। সংস্কারের বিভিন্ন বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘এটি তো গণতন্ত্র হলো না, আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে, আমি যদি দ্বিমত করি তাহলে গণতন্ত্র না, এটা কেমন গণতন্ত্র?’ ‘এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান একইসঙ্গে থাকবেন না’- জামায়াতসহ কিছু রাজনৈতিক দলের এমন প্রস্তাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি আগে থেকেই রাষ্ট্রগঠন ও জাতীয় স্বার্থের কথা ধরে রেখেছে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। ’ তারেক রহমান জোর দিয়ে বলেন,...