বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে একঝাক নতুন মুখ। মোট ২৫ জন সদস্যের মধ্যে ১৯ জন এবারই প্রথম বোর্ডের দায়িত্ব নিয়েছেন। সংখ্যাটা একটা বাড়তেও পারে। ক্লাব ক্যাটাগরি থেকে আসা ১২ পরিচালকের মধ্যে ৯ জনই এবার প্রথম। জেলা ও ক্রীড়া সংস্থা থেকে ১০ জনের মধ্যে ৮ জনই প্রথমবার পরিচালক হয়েছেন। আর সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথমবার বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।তাতে তো বলাই যায় আমিনুলের পরিচালনা পরিষদে অভিষিক্তের সংখ্যাটাই বেশি। অভিজ্ঞতায় পিছিয়ে। ক্লাব ক্যাটাগরি থেকে নতুন মুখ ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিন নাভিন সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪) ও মেহরাব আলম চৌধুরী (৪১) প্রথমবার বিসিবি পরিচালক...