ব্রিটিশ শিক্ষার্থীদের আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কেননা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আর হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। তাই, এই দিনে (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ‘অবিবেচক ও অ-ব্রিটিশ আচরণ’ বলেও মন্তব্য করেছেন স্টারমার। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে একত্রিত হয়ে মিছিল করার পরিকল্পনা করছে। এছাড়া ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবার্গ ও ব্রিস্টলেও ছাত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুনআরও পড়ুনগাজা শান্তি চুক্তি ‘প্রায় নিশ্চিত’: ট্রাম্প এ নিয়ে টাইমস পত্রিকার মঙ্গলবারের সংস্করণে লেখা এক...