পাকিস্তানি টিকটকার ফাতিমা খানের যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির খ্যাতনামা ইউটিউবার রজব বাট। পাশাপাশি তিনি ওই টিকটকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক পডকাস্ট ট্রেলারে রজব বাট তার বিরুদ্ধে উঠা একাধিক বিতর্ক নিয়ে কথা বলেন। ফাতিমা খানের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, আমি তাকে কোনো উপহার দিইনি—এক টাকাও নয়। যদি দিয়ে থাকি, তিনি যেন প্রমাণ দেখান। তিনি আরও দাবি করেন, তার সঙ্গে ফাতিমা খানের কোনো ব্যক্তিগত বা যৌন সম্পর্ক ছিল না এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।আরও পড়ুনআরও পড়ুনমিস ইউনিভার্স আমিরাত কে এই মরিয়ম মোহাম্মদ? রজব বাট ফাতিমা খানের মানসিক অবস্থা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। পডকাস্টে রজব বাট অতীতের ধর্মীয় অবমাননার অভিযোগ সম্পর্কেও কথা বলেন। তিনি অভিযোগগুলোকে...