ব্যাটারি ৮০ শতাংশ পূর্ণ হলে চার্জার খুলে ফেলুন। ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। চার্জ দেওয়ার সময় কভার খুলে রাখুন, না হলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। চার্জ দেওয়ার সময় ব্যাটারি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্লাগ খুলে ফেলুন। অনেক সময় চার্জ দেওয়া বা হেডফোন ব্যবহার করতে সমস্যা হয় পোর্টে ধুলো জমে থাকার কারণে। পাতলা কাঠি বা পিনে হালকা তুলো জড়িয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে পারেন। অতিরিক্ত তাপমাত্রা থেকে সাবধানফোনকে কখনও সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। গাড়ির ড্যাশবোর্ডে রাখা বা চার্জ দেওয়ার সময় বালিশ বা চাদরের নিচে ফোন রাখার অভ্যাসও বিপজ্জনক। অতিরিক্ত তাপে ব্যাটারির ক্ষতি হয়। অ্যান্ড্রয়েড বা অন্যান্য...