বিএনপি ক্ষমতায় আসলে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ মঙ্গলবার সকালে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। বিএনপি ক্ষমতায় আসলে সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ বা সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের বিষয়গুলো যে আর হবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, ইয়েস পারি। একদম দিতে পারি। আপনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পত্রপত্রিকা খুলুন। আমি কারও নাম উল্লেখ করবো না, কোনো পত্রিকার কথা উল্লেখ করবো না। শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল। যার সত্যতা কিন্তু ছিল...