শোবিজ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর এবার সংগীতজীবনেরও ইতি টানার কথা জানিয়েছেন তিনি। ব্যক্তিগত পরিকল্পনা ও নতুন জীবনের পথে মনোযোগী হতে চাওয়াই তার এই সিদ্ধান্তের মূল কারণ। এক বছর আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তাহসান। সম্প্রতি জানান, অস্ট্রেলিয়া সফর ছিল তার জীবনের শেষ কনসার্ট ট্যুর। তবে প্রতিশ্রুতি অনুযায়ী, ঢাকায় আগে থেকে নির্ধারিত কিছু ইভেন্টে অংশ নিয়েই তিনি বিদায় জানাবেন সংগীতজীবনকে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৫ অক্টোবর রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পারফর্ম করেন তাহসান। অনুষ্ঠানটি ছিল ভিভোর নতুন স্মার্টফোন লঞ্চিং ইভেন্ট, যেখানে তাহসান দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চ মাতান। ‘প্রেম তুমি’ গান দিয়ে শুরু করে ‘আলো’ দিয়ে শেষ করেন তিনি। গান শেষে দর্শকদের কৌতূহলে সঞ্চালক জানতে চান—...