হায়দরাবাদের অটোরিকশা চালকের ছেলে ভারতের ক্রিকেট নায়ক। মোহাম্মদ সিরাজের গল্পটা রূপকথার মতোই। সেসব নিয়ে কম বীরত্বগাঁথা রচনা করা হয়নি, চর্চাও হয়েছে তুমুল। তবে ক্রিকেট মাঠে ভালো দিনে যেমন তালি পেয়েছেন, খারাপ দিনে গালিও কম শুনতে হয়নি তাকে। এমনকি বাবার পরিচয়ের সঙ্গে মিলিয়ে ট্রল করা হয়েছে তাকে। ভারতের এই সময়ের সেরা বোলারদের একজন সিরাজ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি পেস আক্রমণের বড় ভরসা। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে চোট নিয়েও তার বিরোচিত বোলিং পারফরম্যান্সে সিরিজ ড্র করে ফেরে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত আহমেদাবাদ টেস্টেও শিকার করেন তিনি সাত উইকেট। তবে সবদিন তো আর সমান যায় না। ক্যারিয়ারের এখনকার ঠিকানায় আসতেও অনেক বন্ধুর পথ পেরিয়ে আসতে হয়েছে তাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী পেসার ফিরে গেলেন তেমনই কিছু দিনে।...