নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কের পরে সম্প্রতি তিনি এক ওয়াজ মাহফিলে দাবি করেছিলেন, ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’। সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এরপর তিনি ক্ষমাও চান। তবে এবার নতুনভাবে আলোচনায় এসেছে তার একটি বিবৃতি, যেখানে তিনি বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’। এই বক্তব্য ঘিরে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই বক্তব্যের সাথে একমত নন। সম্প্রতি এক টকশোতে শিশির মনির বলেন,“আমির হামজার আগের বিতর্কিত বক্তব্যের জন্য...