দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপেদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ছাড়া কী কী বিষয়ে আলোচনা হয়েছে প্রশ্ন করলে তার জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। ৪৪ মিনিটের বেশি এই সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা। বৈঠক প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে, জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেন, তাহলে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন...