ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই সবসময় টান টান উত্তেজনা। তারই ব্যতিক্রম ঘটেনি দক্ষিণ আমেরিকার ফুটবল উন্নয়নমূলক প্রতিযোগিতা কনমেবল লিগা এভোলুসিওনে। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দল। নির্ধারিত ৮০ মিনিটে ২-২ গোলে খেলা ড্র হয়ে যাওয়ায় ফলাফল নির্ধারণের জন্য ট্রাইবেকার হয়। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে যায় ব্রাজিল। কনমেবল আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজিত হয় প্যারাগুয়ের আসুনসিওনে। পুরো টুর্নামেন্টজুড়েই আলোচনার কেন্দ্র ছিলেন রিভার প্লেটের তরুন ফরোয়ার্ড ব্রুনো কাবরাল। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যখন ২ গোলে পিছিয়ে, তখন তার দুর্দান্ত দুই গোলে দলকে সমতায় ফেরায়। কিন্তু দুর্ভাগ্য, টাইব্রেকারে রোমান গঞ্জালেসের শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক, ফলে আর্জেন্টিনাকে হারতে হয়েছে। ফাইনাল ম্যাচ ছাড়াও পুরো আসরজুড়েই অসাধারণ পারফরম্যান্স করেন ব্রুনো কাবরাল। আর্জেন্টিনার হয়ে ১১টি গোলের মধ্যে ১০টিই তিনি করেছেন,এবং পুরো টুর্নামেন্টেও সর্বোচ্চ গোলদাতা...