চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। মুদ্রাস্ফীতির চাপ কমার ফলে বেসরকারি ভোগ সামান্য বাড়ার সম্ভাবনা থাকায় গত অর্থবছরের তুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা উন্নত হবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও শক্তিশালী হয়ে ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় একই অনুষ্ঠানে এশিয়ার ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক আরেকটি প্রতিবেদনের সঙ্গেও পরিচয় করানো হয়। বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জেন পেসমি বক্তব্য দেন। এশিয়ান ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন তুলে ধরেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের চীফ ইকনোমিস্ট ফ্রানজিসকা লেসলোট ওহসেজ। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার ইকনোমিস্ট নাজসুস সাকিব খান।...