বিশ্ব ইসলামী জ্ঞানচর্চার আকাশ থেকে খসে পড়েছে এক দীপ্তিমান নক্ষত্র। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরীফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রাক্তন উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম রহ. ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোরের কোমল আলো ফোটার আগেই তার ইন্তেকালের সংবাদে শোকাভিভূত হয়েছে গোটা ইসলামি বিশ্ব। হাদিসবিদ্যার জগতে ড. আহমদ ওমর হাশেম ছিলেন এক অনন্য আলোকবর্তিকা যাকে সমকালীন সময়ে সম্মানভরে “আমিরুল ফিল হাদিস” বলা হতো। তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন বিশ্বের অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির ও আলেম। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি প্রথাগত ধর্মীয় শিক্ষা ও আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে ইসলামকে সময়ের বাস্তবতায় ব্যাখ্যা করেছেন, যুক্তি, প্রজ্ঞা ও গভীর আধ্যাত্মিকতার সমন্বয়ে ইসলামী চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দীর্ঘ জীবনজুড়ে তিনি নিজেকে নিবেদন করেছিলেন কুরআন ও হাদিসের...