নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১২তম আসরে বাংলাদেশ পর্বের বিজয়ীদের নাম প্রকাশ করেছে বেসিস। সোমবার শেষ হয়েছে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫। ৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি শুরু হওয়া এ হ্যাকাথন প্রতিযোগিতা চলেছে একটানা ৩৬ ঘণ্টা। প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে ক্রোনজ, অ্যাস্ট্রো-৪ ও স্পেস কিটি। বরিশাল অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে পোলারিস, সিরিয়াস ও লেনিয়াকি। চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে এক্সোভিশনারিস, মঙ্গলচারী ও মেটিওর গার্ডিয়েন্স। কুমিল্লা অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে নো ম্যাডস, কোয়েন্টিসেন্স মাইনাস ইনফিনিটি ও ইকিলিপজড। খুলনা অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে ওয়াসিস, অ্যাটলাস ও অব্লিভাইট। ময়মনসিংহে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ যথাক্রমে নিউ...