ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের পণ্যের ওপর আরোপিত বাণিজ্যিক শুল্ক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সোমবার (৭ অক্টোবর) দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয় বলে ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রায় ৩০ মিনিটের এ ফোনালাপ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় লুলা আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বৈঠকে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের প্রস্তাব দেন। অন্যদিকে, ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, খুব ভালো ফোনালাপ হয়েছে। খুব শিগগিরই আমরা আবার কথা বলব এবং নিকট ভবিষ্যতে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই সাক্ষাৎ করব।আরও পড়ুনআরও পড়ুনফ্লোটিলা থেকে আটক ২৩ মালয়েশিয়ান দেশে ফিরছেন সম্প্রতি দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনে ছিল। ট্রাম্প তার মিত্র সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর...